ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসমাইল ফিকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (১৬ জুন) ইরানের বিচার বিভাগঘনিষ্ঠ সংবাদমাধ্যম মিজান অনলাইন এ তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদন অনুযায়ী, ফিকরি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গোপন তথ্য শত্রু রাষ্ট্র ইসরায়েলের কাছে সরবরাহ করতেন। তদন্তে তার সঙ্গে মোসাদের দুই কর্মকর্তার সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।
২০২৩ সালের ডিসেম্বর মাসে ইরানের নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। সব আইনি প্রক্রিয়া শেষে সোমবার তার ফাঁসি কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এ শাস্তি ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে একটি শক্ত বার্তা ও বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত