1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

যুক্তরাজ্যে ইউনূস, বৈঠকের সম্ভাবনায় রাজা, প্রধানমন্ত্রী ও তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

সফরকালে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে দেখা করবেন অধ্যাপক ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তাঁর একটি দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

এ সফরে তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত একটি সংলাপে অংশ নেবেন। পাশাপাশি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও আলোচনার সূত্রপাত হয়েছে।

সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জুন লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে সাক্ষাৎ হতে পারে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্রও সাক্ষাতের সম্ভাবনার কথা নিশ্চিত করেছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা। তাঁর সঙ্গে বৈঠক হলে দেশের জন্য ইতিবাচক বার্তা যেতে পারে। তবে বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। লন্ডনে গিয়ে বিষয়টি স্পষ্ট হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট