মালয়েশিয়া থেকে ফেরত আসা ব্যক্তিরা জঙ্গি নয়, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশ যাদের বিষয়ে দাবি করেছে, সে বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।
বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এই সফলতায় আপনাদের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। গত ১০ মাসে কি কোনো জঙ্গি সংক্রান্ত তথ্য দিতে পেরেছেন? পারেননি, কারণ এখন আর জঙ্গি নেই। আগে ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন।”
এ সময় তিনি আরও বলেন, “সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের কারণে রফতানি কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। এখন সে পরিস্থিতি স্বাভাবিক কিনা, তা জানতেই রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন করা হয়েছে।”
কৃষি পণ্যের রফতানি বাড়ায় কোল্ড স্টোরেজের পরিসর বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত