1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

অসুস্থতায় আল্লাহর আশ্রয়: দোয়ার গুরুত্ব ও কবুল হওয়ার শর্তসমূহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সুস্থতা আল্লাহর মহান নেয়ামত হলেও অসুস্থতার মধ্য দিয়ে আমাদের পরীক্ষা দেন মহান স্রষ্টা। তাই সুস্থতা কিংবা অসুস্থতার যেকোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং তাঁর শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অসুস্থতায় মুক্তির জন্য পবিত্র কোরআনে বিশেষ দোয়ার উল্লেখ রয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, “প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া এবং ইমান আনা, যেন তারা সফল হয়।” (সূরা বাকারা, আয়াত ১৮৬)।

আরেক আয়াতে বলা হয়েছে, “আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদের আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন।” (সূরা আনকাবুত, আয়াত ৬৩)।

রাসুলুল্লাহ (সা.) অসুস্থতার সময় বিভিন্ন দোয়া করতেন। আনাস (রা.) থেকে বর্ণিত এক দোয়ায় তিনি বলেন—
“اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ”
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল ঝুজামি, ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।
অর্থ: হে আল্লাহ! আমি শ্বেত রোগ (কুষ্ঠ), পাগলামি, খুজলি-পাঁচড়া এবং ঘৃণ্য রোগ থেকে মুক্তির জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ, হাদিস: ১৫৫৪)।

দুনিয়ায় রোগব্যাধির অসুবিধায় আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। রাসুল (সা.) বলেছেন, “মুসলিম ব্যক্তির ওপর যে সকল যাতনা, রোগব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি দেহে যে কাঁটা বিদ্ধ হয়, এসবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।” (সহিহ বুখারি, হাদিস: ৫২৩৯)।

দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন—

  • হালাল, বৈধ ও পবিত্র জীবিকার ওপর নির্ভরতা।

  • হারাম উপার্জন ও হারাম খাদ্য থেকে বিরত থাকা।

  • সবকিছু আল্লাহর কাছে চাওয়া ও সর্বাবস্থায় দোয়া করা।

  • আল্লাহর নাম ও ইসমে আজম দিয়ে দোয়া করা।

  • সৎকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করা।

  • দোয়ায় কল্যাণময় বিষয় কামনা করা ও মনোযোগ দিয়ে দোয়া করা।

  • দোয়ার ফলাফল নিয়ে অতিরিক্ত ব্যস্ত না থাকা।

  • দোয়া কবুলের দৃঢ় আশা রাখা।

সুতরাং অসুস্থতা বা কঠিন সময়গুলোতে আল্লাহর প্রতি ভরসা রাখা ও নিয়মিত দোয়া করার মাধ্যমে শান্তি ও মুক্তি পাওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট