সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
রোববার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিশা।
উল্লেখ্য, শুক্রবার (১৫ আগস্ট) চার দিনের সফরে কক্সবাজার যান মোস্তফা সরোয়ার ফারুকী। তবে শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকায় আনা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত