ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “এই সংকটময় সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন এবং সবার প্রতি সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।
সিইসি স্বাগত বক্তব্যে বলেন, “দেশটা আমার-আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে রেখে দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা ভালো থাকলে, ভালো কাজ করলে আমি ভালো থাকি। আর যদি ভালোভাবে কাজ না করেন, তাহলে আমার ঘুম হারাম।”
ভোট আয়োজনের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “একটা জাতীয়, শাসনতান্ত্রিক দায়িত্ব এসে পড়েছে। আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই ক্রান্তিলগ্নে যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা জবাব দিতে পারব না।”
রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনকে আইন-কানুনের আলোকে কাজ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আমি আশা করব, আমরা সবাই মিলে যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসেছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। কোনো ধরনের বিচ্যুতি হবে না। আপনারা সঠিক কাজটি সঠিক সময়ে, কার্যকরভাবে করবেন।”
আইনের শাসন বাস্তবে দেখিয়ে দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, আমরা তা থেকে মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে সঠিক ও সুন্দর নির্বাচন করা সম্ভব, আর তা একমাত্র আইনের শাসনের মাধ্যমে সম্ভব।”
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, “আপনারা যারা মাঠে আছেন, তারা আইনের শাসন নিশ্চিত করবেন। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন।”
তিনি যোগ করেন, “সারা বাংলাদেশের প্রশাসন এখানে উপস্থিত। আপনারা যখন বুক ফুলিয়ে সাহসী ভূমিকা রাখবেন, তখন আমিও সাহসী হব। আপনার প্রতিটি সঠিক কাজ আমাকে সাহস দেবে। আপনি যখনই আইন প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন এবং বিধি-বিধানের আলোকে কাজ করবেন—ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনার পাশে থাকবে।”