1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বগুড়ায় ফিরে আসছেন তারেক রহমান, সাজানো হচ্ছে সুত্রাপুরের বাড়ি

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের তার বাড়িতে সংস্কার কাজ শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন তারেক রহমান উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফরকালে বগুড়ায় থাকার জন্য কোনো বাড়ি ছিল না। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ৫ শতক জায়গা দেন। চম্পা মহলের পাশে ওই জায়গায় তারেক রহমান বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখে তিনতলা বাড়ি নির্মাণ করেন। এরপর থেকে বগুড়া বা আশপাশের জেলায় এলে তিনি ওই বাড়িতে থাকতেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

তবে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেফতার হওয়া এবং পরে লন্ডনে আশ্রয় নেওয়ার পর বাড়িটি প্রায় ১৮ বছর পরিত্যক্ত ছিল। দীর্ঘ সময় ধরে কেয়ারটেকার না থাকায় দরজা-জানালায় মরিচা পড়ে এবং দেওয়ালের রঙ উঠে গেছে।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “আমার বাসভবনের পাশেই তারেক রহমানের বাড়ি। জায়গাটি দিলেও তিনি নিজের পছন্দমতো ডিজাইন করে বাড়ি নির্মাণ করেছেন। ওই বাড়ি থেকেই বগুড়া ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সংগঠনের খোঁজ-খবর নিতেন। রাতে রাজনৈতিক আলোচনা করতেন এবং বাড়ির বাইরে নেতাকর্মীরা অবস্থান করতেন। দেশে ফেরার তারিখ ঘোষণার পরই বাড়ির সংস্কার কাজ শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, দেশে ফেরার পর প্রথমে ঢাকায় ব্যস্ত থাকবেন, এরপর বগুড়ার বাড়িতে আসবেন। বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে মাঝেমধ্যেই এখানে আসতে ও থাকতে হবে।

তারেক রহমানের দেশে ফেরা এবং বগুড়া বাড়িতে আগমনের খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসিন্দারা বলেন, “লিডার আসছেন কথাটি শুনতেই ভালো লাগে। আমরা আশা করি, তিনি আগের মতো বগুড়ায় এসে এই বাড়িতে উঠবেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। বগুড়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করবেন। এলাকাটি আবারও নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় জমজমাট হয়ে উঠবে।”

বগুড়াবাসী তারেক রহমানের আগমন প্রত্যক্ষ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!