1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী সমন্বয়কারী আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, আমিনুল হকসহ মোট পাঁচজন সদস্য।

মনোনয়নপত্রটি সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে জমা দেওয়া হয়। বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক আব্দুস সালাম বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা জনগণের কাছে দোয়া চাই। তিনি নির্বাচিত হয়ে দেশের সংকট উত্তরণে সচেষ্ট হবেন।”

আব্দুস সালাম আরও জানান, তারেক রহমানের সঙ্গে সহকারী কো-অর্ডিনেটর ফরহাদ হালিম ডোনার, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ পাঁচজন ছিলেন। তিনি উল্লেখ করেন, ঢাকা-১৭ আসনে তারেক রহমান আগেও ভোটার ছিলেন এবং এখানে বাসা ক্যান্টনমেন্টে ছিল। এলাকার প্রতি তার আলাদা টান রয়েছে।

ঢাকা-১৭ ছাড়াও বগুড়া-৬ আসনে তারেক রহমানের তরফে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা তিনি শনিবার সম্পন্ন করেছেন।

তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন।

সোমবার রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুযোগ ছিল। ঢাকার ২০টি আসনের জন্য তিনজন রিটার্নিং অফিসার দায়িত্বে আছেন।

এদিকে ঢাকা-১৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তিনি জানান, কৌশলগত কারণে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন এবং নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কা ব্যবহার করবেন।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৩০০ আসনের জন্য ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে রয়েছেন। এবার তিন সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীর স্বাক্ষরসহ মনোনয়নপত্র প্রার্থী বা প্রস্তাবক, সমর্থক উপস্থিত থেকে জমা দিতে পারবেন। বর্তমানে দেশে ৫৯টি নিবন্ধিত দল রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী:

  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত

  • মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬

  • রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ: ৫–৯ জানুয়ারি ২০২৬

  • কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি ২০২৬

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি লোকের সমাগম, মিছিল বা শোডাউন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তারা, তবে তা প্রায়শই উপেক্ষিত হচ্ছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!