1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

ভালোবাসার টানে মালয়েশীয় তরুণী নওগাঁয় এসে বিয়ে করলেন প্রেমিক জামিলকে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫

ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে নওগাঁয় এসে প্রেমিক জামিল হোসেনের সঙ্গে বিয়ে করেছেন মালয়েশীয় তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিনদেশী নববধূকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ি গ্রামের জামিল হোসেন মালয়েশিয়ায় কাজ করার সময় এক শপিংমলে নাজিয়ার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। পরে পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তাদের বিয়ে হয়।

গত ৩০ জুন বাংলাদেশে এসে ৪ জুলাই নিজ গ্রামে ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের পুনরায় বিয়ে সম্পন্ন হয়।

নাজিয়া বলেন, “আমি জামিলকে অনেক ভালোবাসি। বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। জামিলের পরিবার আমাকে মেয়ের মতোই গ্রহণ করেছে।”

জামিলের মা হালিমা খাতুন বলেন, “আমরা ছেলের বউকে খুব পছন্দ করেছি। সে সবার সাথে মিশে গেছে।”

ছুটি শেষে তারা আবার মালয়েশিয়ায় ফিরে যাবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট