
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দুর্নীতি রোধ, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং ঋণ খেলাপিদের সংসদের বাইরে রাখার নির্বাচন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “চুরি, দুর্নীতি এবং রাস্তার মাটি-ইট খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটাই বেশি সম্মানের। প্রতিদিনই কেউ না কেউ টাকা দিচ্ছে।”
প্রতিদিন মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা মানুষের কাছে আমাদের প্রকৃত অবস্থা তুলে ধরছি। যতটুকু পারি, ততটুকুই আশ্বাস দিচ্ছি। আপনারা যদি মনে করেন—এই ছেলেটা আমাদের ঘরের, এই ছেলেটা পারবে—তাহলে আমাদের জন্য কাজ করুন।”
তিনি আরও বলেন, দেশে পড়াশোনা করে তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, সেটাই তাদের লক্ষ্য। পাশাপাশি একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply