1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

দ্বিকক্ষ পার্লামেন্ট ও প্রধান বিচারপতি নিয়োগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ইঙ্গিত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

মঙ্গলবার (১৭ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নীতিগতভাবে কিছু দল আপত্তি জানালেও অধিকাংশ দলই দ্বিকক্ষ পার্লামেন্টের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। বিশেষ করে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের বিষয়ে অধিকাংশ দলের সম্মতি রয়েছে।”

এ সময় তিনি জানান, প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি স্পষ্ট অবস্থান তৈরি হয়েছে।

আলী রীয়াজ বলেন, “প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫(১) ও ৪৮(৩) অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। মাত্র দুটি দল ব্যতিক্রম; বাকিরা এ প্রক্রিয়ায় পরিবর্তনের পক্ষে মত দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, এ দুটি গুরুত্বপূর্ণ ইস্যু—দ্বিকক্ষ সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি—পুনর্বিবেচনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় ঐকমত্য গড়ে উঠছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!