
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, “স্বাভাবিকভাবেই এখন উনার অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসা ও আল্লাহর অশেষ মেহেরবানীতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে আমরা হয়তো ভালো কিছুর আশা করতে পারব।”
তিনি জানান, স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে বলে জানান তিনি।
খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়োজিত রয়েছেন। চিকিৎসক দলের সঙ্গে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত আছেন বলে জানান ডা. জাহিদ।
এদিকে, শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখতে যান। তারা দীর্ঘ সময় তার শয্যাপাশে অবস্থান করেন বলেও জানান ডা. জাহিদ।
ডা. জাহিদ আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তারেক রহমান ও তার পরিবার।
তিনি দেশবাসীর অব্যাহত দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের প্রতি ধন্যবাদ জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply