
ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলার বিষয়ে নিরাপত্তা শঙ্কা তুলে ধরে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, সেটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো আনুষ্ঠানিক জবাব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির একটি চিঠির বিষয়ে যে মন্তব্য করেছেন, তা বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিষয়ে বিসিবির অনুরোধের বিপরীতে আইসিসির কোনো সরাসরি বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। বরং এটি নিরাপত্তা হুমকি মূল্যায়নসংক্রান্ত আইসিসি ও বিসিবির মধ্যে চলমান অভ্যন্তরীণ আলোচনার অংশ।
বিসিবি জানায়, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে দুই দফা চিঠি দিয়েছে। এতে দলের নিরাপত্তার স্বার্থে ভারতের বাইরে বিশ্বকাপ ভেন্যুর ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
এর আগে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদারও একই বক্তব্য দেন। তিনি নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ক্রীড়া উপদেষ্টা যে আইসিসির যোগাযোগের কথা বলেছেন, সেটি আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি মূল্যায়নসংক্রান্ত আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট। এটি বাংলাদেশের অনুরোধের বিপরীতে আইসিসির কোনো জবাব নয়।
এদিকে সোমবার বিকেলে বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল দাবি করেন, আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠিতে তিনটি বিষয়ে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। সেগুলো হলো—দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে চলাফেরা এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে।
তবে এসব কারণকে তিনি অবাস্তব আখ্যা দিয়ে বলেন, আইসিসি যদি আশা করে বাংলাদেশ দল তাদের সেরা বোলারকে বাদ দেবে, সমর্থকরা জার্সি পরতে পারবে না কিংবা খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হবে—তাহলে তা বাস্তবসম্মত নয়। তাঁর ভাষায়, এই পরিস্থিতিতে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে এবং মোস্তাফিজ ইস্যু ও আইসিসির চিঠিতেই বিষয়টি স্পষ্ট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply