1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত সেনাসদস্যদের বিক্ষোভ, পুলিশের বাধা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। রবিবার সকাল ১১টার দিকে চাকরিচ্যুত সেনাসদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে এই বিক্ষোভে অংশ নিতে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রেস ক্লাব থেকে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলেও পুলিশ তাদের বাধা দেয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে।

বিক্ষোভের কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট