1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

কাশ্মীরে উত্তেজনার মধ্যে পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ছবিঃ সংগৃহীত

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করতে তৎপর হয়ে উঠেছে চীন। জরুরি ভিত্তিতে ইসলামাবাদকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং।

ভারতীয় সংবাদমাধ্যম ফাস্টপোস্ট জানিয়েছে, চীন সম্প্রতি পাকিস্তানকে পিএল-১৫ নামে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

২৭ এপ্রিল পাকিস্তান বিমানবাহিনী তিনটি জেএফ-১৭ যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে, যেগুলো চীনের তৈরি পিএল-১৫ ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল। বিশেষজ্ঞদের মতে, এসব ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান ভারতের প্রতি একটি কৌশলগত বার্তা দিতে চেয়েছে।

উল্লেখ্য, জেএফ-১৭ যুদ্ধবিমান চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে নির্মিত এবং বর্তমানে পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি। নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় এসব জেটের আকাশযুদ্ধ সক্ষমতা আরও বেড়ে গেছে।

এই পরিস্থিতিতে অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট