1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ, রাজনৈতিক সংস্কারে সহায়তার আগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বটচওয়ে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ চাইলে সংবিধান সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে কমনওয়েলথ সহযোগিতা দিতে প্রস্তুত।

শার্লি বটচওয়ে বলেন, আগামী পাঁচ বছরে গণতন্ত্র, সুশাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাণিজ্য বৃদ্ধিকে অগ্রাধিকার দেবে কমনওয়েলথ। তিনি আরও বলেন, “এটি একটি বৃহৎ পরিবার। এর সদস্য দেশগুলোকে আরও কাছাকাছি আনতে আমরা কাজ করছি।”

মহাসচিব জানান, বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার, যা এক ট্রিলিয়নে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।

সাক্ষাতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের যুবসমাজ ও খেলাধুলার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা উচিত।

এর জবাবে মহাসচিব জানান, চলতি জুন মাসেই ঢাকায় একটি যুব বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হবে। তরুণদের সম্পৃক্ত করতে কমনওয়েলথ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট