বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি আসরে বিপিএলের উপস্থাপনায় বাড়তি আকর্ষণ আনতে দুই নারী উপস্থাপক—পাকিস্তানের জয়নাব আব্বাস ও ভারতের রিধিমা পাঠককে যুক্ত করা হয়েছিল। সিলেট পর্বে জয়নাব আব্বাস দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারণে তিনি মাঝপথেই দেশে ফিরে যান। এরপর ঢাকা পর্বে রিধিমা পাঠকের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তা বাতিল হয়।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। এর প্রভাবেই বিপিএলের ঢাকা পর্বে ভারতীয় উপস্থাপক না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলে এবারের বিপিএলে উপস্থাপনায় যে আন্তর্জাতিক বৈচিত্র্য দেখানোর পরিকল্পনা ছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হলো না।









Leave a Reply