
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলাম। তবে তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত আইজিপি।
তিনি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে পুলিশ বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তবে ফয়সাল দেশের বাইরে চলে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও উল্লেখ করেন তিনি।
হত্যাকাণ্ডটি রাজনৈতিক কিনা—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ সময় ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে হত্যার ঘটনা ঘটেছে—এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ‘ডেভিল হান্ট–২’ অভিযান প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি জানান, গত ১৩ ডিসেম্বর থেকে শনিবার রাত পর্যন্ত এই অভিযানে মোট ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকার অনেক বাসিন্দা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় সুস্পষ্ট তথ্য ছাড়া কাউকে আটক করা কঠিন হয়ে পড়ে। তবে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ফয়সাল সীমান্ত পার হয়ে ভারতে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply