রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর পাশাপাশি তারেক রহমানের কর্মসূচির মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত। কবর জিয়ারতের পর তিনি নির্বাচন কমিশন (ইসি) অফিসে গিয়ে নাগরিক হিসেবে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর নির্বাচন কমিশন থেকে তিনি ধানমন্ডির শ্বশুরের বাসা মাহবুব ভবন যাচ্ছেন। সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।