বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড বহাল থাকবে কি না, তা জানা যাবে আগামী বুধবার (২৯ মে)। সোমবার (২৬ মে) হাইকোর্টে তার করা আপিলের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ ছিল, জুবাইদা রহমান ও তার স্বামী তারেক রহমান ৪ কোটি ৮১ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়েছেন। ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন।
১৭ বছর পর চলতি বছরের ৬ মে দেশে ফিরে হাইকোর্টে আপিল করেন জুবাইদা রহমান। আপিল গ্রহণের পাশাপাশি হাইকোর্ট তাকে জামিন দেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত