1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

বিজয়নগরে শ্রমিকদের বিক্ষোভ, শ্রম ভবনের প্রধান ফটক অবরুদ্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভে উত্তাল পরিবেশ বিরাজ করছে। সোমবার (১৯ মে) সকাল ৮টায় শ্রম ভবনের প্রধান ফটক ব্যানার দিয়ে অবরোধ করে কর্মকর্তাদের প্রবেশপথ বন্ধ করে দেন শ্রমিকরা। আশপাশের সড়কেও কয়েকশ’ শ্রমিক অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

রবিবার (১৮ মে) রাতে শ্রমিক নেতারা সরকারের প্রতি পাঁচ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দাবি পূরণের কোনও নিশ্চয়তা না পেয়ে তারা সোমবার সকাল থেকে পুনরায় আন্দোলনে নামেন। শ্রমিক নেতা শহীদুল ইসলাম জানিয়েছেন, বিকাল ৫টায় দেওয়া পাঁচ ঘণ্টার আল্টিমেটাম রাত ১০টায় শেষ হয়, তবে দাবি পূরণের কোনও স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি।

এর আগে, গত ১০ মে শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানিয়েছিলেন, ৭ মে তাদের সব বকেয়া পরিশোধের কথা ছিল। তবে মালিকপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করায় শ্রমিকরা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে ঈদ বোনাস, সার্ভিস বেনিফিট এবং যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে তারা গাজীপুর ও ঢাকায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। গত ২৯ মার্চ, ঈদের একদিন আগে মালিকপক্ষ আনুমানিক ১৭ কোটি টাকা পাওনার বিপরীতে ৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, পরে ২ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধ করে। তাও পেতে শ্রমিকদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়।

পরিস্থিতি এখনো উত্তপ্ত, এবং সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট