জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অনিয়ন্ত্রিত নির্বাচনের দায়ভার নিতে চান না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ মে) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, আদালত, এনবিআর এবং যমুনার সামনে যেসব পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ড. ইউনূস মনে করছেন, তাকে চাপ প্রয়োগ করে ও জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য যেভাবে চাপ দেওয়া হচ্ছে, তাতে একটি নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন সম্ভব কি না, সে ব্যাপারেও ড. ইউনূস সন্দিহান। আর যদি নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজনের সুযোগ না থাকে, তবে তিনি সেই ব্যর্থতার দায় নিতে চান না।
নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থানের পর দেশের মৌলিক পরিবর্তনের লক্ষ্যেই ড. ইউনূস দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু বিচার ও সংস্কারের মতো মৌলিক কাজগুলো যদি বাস্তবায়ন সম্ভব না হয়, তাহলে তার থেকে কী লাভ—এই প্রশ্নও তুলেছেন তিনি। রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন পক্ষ যদি এভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, তবে তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে মত দিয়েছেন ড. ইউনূস। এ কারণে তিনি পদত্যাগের বিষয়টিও বিবেচনা করছেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, বর্তমান সংকট নিরসনে এনসিপি দেশের সব রাজনৈতিক দলকে ঐক্য গঠনের আহ্বান জানিয়েছে।