
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাবুর্চিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম রায়হান মোল্লা (৫০)।
সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রায়হান মোল্লা প্রয়াত মেছের আলীর ছেলে। তিনি নগরীর জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি ফতুল্লার তল্লা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী আগেই মারা গেছেন। তিন ছেলের ভরণপোষণের দায়িত্ব ছিল তার ওপর।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মেজো ছেলে মো. সাব্বির জানান, কয়েকদিন আগে তার বাবা চাষাঢ়া রেলস্টেশনে একটি অস্থায়ী খাবারের দোকান বসানোর চেষ্টা করেন। এ সময় রাজ্জাক নামে স্থানীয় এক ব্যক্তি দোকান স্থাপনে বাধা দেন এবং চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজ্জাক তার বাবাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেন সাব্বির।
সাব্বির আরও অভিযোগ করে বলেন, রাজ্জাক একজন মাদক ব্যবসায়ী এবং তার সঙ্গে অনেক মাদকসেবী ও সন্ত্রাসী লোকজন জড়িত। ভয়ের কারণেই পরিবার বিষয়টি নিয়ে তখন আর বাড়াবাড়ি করেনি। এমনকি তার বাবাকেও অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আর কথা না বলতে নিষেধ করা হয়েছিল।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply