২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ ৩৫০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪.৭৩ শতাংশ বেশি। বৃহস্পতিবার (২৯ মে) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের এই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ২৮১ কোটি ডলার। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ কোটিতে। এর মধ্যে মূলধন পরিশোধ হয়েছে ২০০ কোটির বেশি, যা আগের বছরের তুলনায় ৩২.৮৬ শতাংশ বেশি। সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ১২৯ কোটি ডলার, যা প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি।
ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, মেগা প্রকল্প ও বাজেট সহায়তা বাবদ নেওয়া অনেক বিদেশি ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এবং বাজারভিত্তিক উচ্চ সুদের কারণে পরিশোধের চাপ বাড়ছে।
অর্থনীতিবিদদের মতে, বিগত সময়ে নেওয়া বড় অংকের বিদেশি ঋণের বেশিরভাগই কঠিন শর্তের ছিল। স্বল্প মেয়াদি পরিশোধ সময় ও উচ্চ সুদের ফলে এখন এসব ঋণ পরিশোধে বিপুল অর্থ ব্যয় হচ্ছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত