1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপির ১৪ নির্দেশনা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছাড়বেন অনেক বাসিন্দা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৯ মার্চ) ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এবং বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি বিতানের সার্বিক নিরাপত্তায় ডিএমপি সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে পুলিশকে সহায়তার জন্য অক্সিলারি পুলিশ নিয়োগ করা হয়েছে। পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতা বাড়ানো গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন আরও কার্যকর হবে।

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীর জন্য দেওয়া ১৪টি নির্দেশনা হলো—

  1. বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি বিতানের নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা নজরদারি রাখা।
  2. প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্বে রাখা।
  3. বাসা ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করা এবং দুর্বল অবস্থায় থাকলে তা মেরামত করা।
  4. পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা স্থাপন ও সেগুলো সচল আছে কিনা নিশ্চিত করা।
  5. বাসার মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা।
  6. রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ যথেষ্ট আলোকিত রাখার ব্যবস্থা করা।
  7. অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকটাত্মীয়ের হেফাজতে রাখা, প্রয়োজনে ব্যাংক লকার ব্যবহার করা।
  8. যারা ঢাকায় অবস্থান করবেন, এমন প্রতিবেশীদের বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করা ও নিয়মিত যোগাযোগ রাখা।
  9. বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ছাড়ার তথ্য জানানো।
  10. বাসা ছাড়ার আগে ইলেকট্রিক সুইচ, পানির ট্যাপ, গ্যাসের চুলা বন্ধ করা নিশ্চিত করা।
  11. গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখা।
  12. জানালা/দরজার পাশে কোনো গাছ থাকলে তার শাখা-প্রশাখা কেটে ফেলা, যাতে অপরাধীরা সেটি ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।
  13. মহল্লা বা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানায় জানানো।
  14. ঈদের সময় মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা থাকলে তা দ্রুত স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করা।

ডিএমপি আশা করে, এই নির্দেশনাগুলো মেনে চললে নগরবাসীর ঈদ নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট