গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সরকার গাজায় বেসামরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলাকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে অভিহিত করে তা বন্ধের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় দায়িত্ব পালনের দাবি জানানো হয়।
বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং গাজায় ত্রাণ পৌঁছাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।