1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

আর্টেমিস অ্যাকর্ডসে যুক্ত হলো বাংলাদেশ: মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক মহাকাশ উদ্যোগ ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এর ৫৪তম স্বাক্ষরকারী দেশ। মঙ্গলবার (৮ এপ্রিল) প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন ঢাকায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

২০২০ সালে প্রতিষ্ঠিত এই অ্যাকর্ডসের লক্ষ্য শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই মহাকাশ অনুসন্ধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো। এটি কোনো বাধ্যতামূলক চুক্তি নয়, বরং একটি নীতিনির্ধারক কাঠামো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

চৌধুরী আশিক বলেন, “এই স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণায় একটি নতুন অধ্যায় শুরু করল।”
প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, এই চুক্তির ফলে প্রযুক্তি স্থানান্তর, বৈজ্ঞানিক গবেষণা এবং স্যাটেলাইট প্রযুক্তিতে সহযোগিতার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে নাসা ও স্পারসোর মধ্যে অংশীদারিত্ব গড়ে উঠবে, যা দেশের জলবায়ু মনিটরিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মহাকাশ গবেষণায় সহায়ক হবে।

এই চুক্তি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা, প্রশিক্ষণ ও বৃত্তি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগও বাড়াবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট