আগামী সোমবার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীকে কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ ‘আনন্দ শোভাযাত্রা’ ঘিরেও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
সোমবার সকাল ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। নিয়ন্ত্রিত এলাকার সড়কগুলো হলো:
বাংলামোটর, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদমফোয়ারা ক্রসিং
হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর, রোমানা ক্রসিং, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং
মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহন: বাংলামোটর → মগবাজার → গন্তব্য
গোলাপশাহ মাজার ও হাইকোর্ট থেকে: কদমফোয়ারা → ইউবিএল ক্রসিং → নাইটিংগেল ক্রসিং
সায়েন্সল্যাব থেকে: আজিমপুর → চাঁনখারপুল → বকশীবাজার → গন্তব্য
নেডী গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত
মৎস্যভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)
শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনী)
কাঁটাবন → নীলক্ষেত → পলাশী
দোয়েল চত্ত্বর → শহীদুল্লাহ হল এবং আব্দুল গনি রোড
চারুকলা বিভাগ (ঢাকা বিশ্ববিদ্যালয়) → শাহবাগ মোড়ে ইউটার্ন → টিএসসি মোড় → শিববাড়ি ক্রসিং → রোমানা ক্রসিং → দোয়েল চত্বর → টিএসসি → চারুকলা বিভাগ (শেষ)
ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে: শাহবাগ → কাঁটাবন → নীলক্ষেত → ভিসি বাংলো মোড়
নিউমার্কেট, পলাশী, চাঁনখারপুল, বকশীবাজার থেকে: নীলক্ষেত → ডানে মোড় নিয়ে → ভিসি বাংলো মোড়
ডিএমপি আশা করছে, সবাই নির্ধারিত নিয়ম মেনে চললে উৎসবটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন সম্ভব হবে।