বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক ব্যতিক্রমী ড্রোন শোতে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের সামনে শুরু হওয়া এই প্রদর্শনী চলে প্রায় ১৫ মিনিট।
ড্রোন শোতে তুলে ধরা হয় শহীদ আবু সাঈদের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, শহীদ মীর মুগ্ধর পানি বিতরণ, বিপ্লবে নারীর ভূমিকা, ফিলিস্তিনের প্রতি সংহতি, বাংলাদেশ-চীনের বন্ধুত্ব এবং দেশের সংস্কৃতি। শুরুতেই খাঁচা থেকে পাখির উড়ে যাওয়া দিয়ে “৩৬ জুলাই”র প্রতীকী ব্যাখ্যা তুলে ধরা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং ঢাকায় চীন দূতাবাসের কারিগরি সহায়তায় এই প্রদর্শনীতে অংশ নেয় ২,৬০০ ড্রোন। ফুটিয়ে তোলা হয় ১২টি ভিন্ন মোটিফ।
এর আগে বিকেল সাড়ে ৩টায় শুরু হয় নববর্ষের কনসার্ট। কনসার্ট ও ড্রোন শো দেখতে দুপুর থেকেই মানুষের ভিড় জমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।