1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের ছাদ উড়ে আহত ৮

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একের পর এক সংঘর্ষের পর ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি বাসের ছাদ উড়ে গেছে। তবে চালক বাস থামাননি, বরং ছাদবিহীন অবস্থায় প্রায় পাঁচ কিলোমিটার চালিয়ে যান। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি প্রথমে একটি মাইক্রোবাস ও পরে একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এরপর সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়।

যাত্রীরা বাস থামাতে অনুরোধ করলেও চালক সাড়া না দিয়ে বিকল্প সড়কে ঢুকে পড়েন। পদ্মা সেতু উত্তর থানার কুমারভোগ এলাকায় স্থানীয়রা বাসটি আটক করে। চালক পালিয়ে যান।

শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে, একজন চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বাসটি থানায় আটক করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!