1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতায় একমত বিএনপি, তবে কিছু বিষয়ে ভিন্নমত

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে আরও ক্ষমতাবান করার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি। তবে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার এবং একই ব্যক্তি দলপ্রধান, সরকারপ্রধান ও সংসদ নেতা না হওয়ার প্রস্তাবের সঙ্গে একমত নয় দলটি।

রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবে আমরা একমত নই, এটি উন্মুক্ত রাখা উচিত।”

বিএনপি আরও প্রস্তাব করেছে, অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশোধন ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা যেন স্বাধীনভাবে মতামত দিতে পারেন।

এছাড়া, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার পক্ষে দলটি। বিএনপি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত করার বিষয়েও একমত, তবে বাস্তবায়নের সক্ষমতা বিবেচনার আহ্বান জানিয়েছে।

ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট