অন্তর্বর্তী সরকারের নানা তৎপরতায় রোহিঙ্গা সংকট আবারও বৈশ্বিক আলোচনায় এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার কাতারের দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের আশ্রয়ে থাকা ১৩ লাখ রোহিঙ্গা মানবিক সংকটের মুখে রয়েছে, যা নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।
প্রেস সচিব বলেন, জাতিসংঘে অধ্যাপক ইউনূসের উদ্যোগে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে আগামী সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে, যেখানে ১৭০টি দেশের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।