বাংলাদেশে চলতি বছর অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে নতুন করে প্রায় ৩০ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়।
বিশ্বব্যাংকের হিসাবে, দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলারের কম হলে একজন মানুষকে হতদরিদ্র হিসেবে গণ্য করা হয়। ২০২২ সালে এই হার ছিল ৫ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ৯ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতীয়ভাবে হিসাব করা দারিদ্র্যের হারও বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের তথ্যমতে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াতে পারে ২২ দশমিক ৯ শতাংশে।
প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক ধীরগতির প্রভাব ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি পড়বে এবং শ্রমবাজারের পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে।
এর আগে বিশ্বব্যাংকের আরেক প্রতিবেদনে—‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’—জানানো হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে।