বাংলাদেশের চলমান সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রশংসা করে দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি বলেন, “চলমান সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং জানান, তিনি বাংলাদেশ-কাতার সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন।
তিনি অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আমরা আপনার অব্যাহত নেতৃত্বের ওপর আস্থা রাখি।”
অন্যদিকে, বৈঠকে অধ্যাপক ইউনূস একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাতারের কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ খাতে পূর্ণ সহযোগিতা কামনা করেন। তিনি জানান, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রায় ১৮ কোটি মানুষ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে।
তিনি কাতার সরকারের প্রতি বাংলাদেশের তরুণদের স্বপ্নের দেশ গড়ার প্রয়াসে পাশে থাকার আহ্বান জানান।