1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন

চলতি মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
ছবিঃ সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে চলতি চলতি মাসের মধ্যেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন। তার সঙ্গে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।

ঢাকা-লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।

সূত্র জানায়, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে দেশে আনার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (৩০ এপ্রিল) এর মধ্যে তিনি দেশে ফিরবেন।

এদিকে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি দ্রুত নিশ্চিত করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন এবং তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে তার দেশে ফেরা নিশ্চিত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট