1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

“আমি শুধু যুক্তরাষ্ট্র নয়, এখন পুরো পৃথিবী চালাচ্ছি”— ট্রাম্প

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১০০ দিন উপলক্ষে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এ দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো পৃথিবী পরিচালনা করছেন— এবং এতে তিনি ‘অনেক আনন্দ’ পাচ্ছেন।

ট্রাম্প বলেন, “প্রথমবার ছিল দেশ চালানো ও টিকে থাকার লড়াই; এবার আমি দেশ ও বিশ্ব চালাচ্ছি।” তিনি জানান, কাজটি গুরুতর হলেও তিনি এতে আনন্দ পান।

সাক্ষাৎকারে ট্রাম্পের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি বেশ আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিত। তবে আলোচনায় আসে বিতর্কিত বিষয়— তার তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা।

যদিও মার্কিন সংবিধান অনুযায়ী, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, ট্রাম্প অতীতে ইঙ্গিত দিয়েছিলেন তৃতীয়বার দাঁড়াতে পারেন। এমনকি ‘ট্রাম্প ২০২৮’ লেখা পণ্য তার অনলাইন স্টোরেও দেখা গেছে।

তবে এবার ট্রাম্প স্পষ্ট করেন, “তৃতীয় মেয়াদে নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তবুও এই ইস্যু নিয়ে বিতর্ক অব্যাহত থাকবে।

বর্তমানে ট্রাম্প প্রশাসনকে আত্মবিশ্বাসী এবং তার নেতৃত্বকে ‘নিয়ন্ত্রিত ও কার্যকর’ বলেও বর্ণনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট