1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

কাশ্মিরে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা: শান্তির আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপে উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন রুবিও। তিনি হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি ভারতকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন, কারণ এখনও পর্যন্ত পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ পায়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও ফোনে কথা বলেন রুবিও। তিনি পেহেলগাম হামলার নিন্দা জানানো এবং তদন্তে পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট