1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

সংবাদমাধ্যমকেও প্রশ্ন করার সুযোগ থাকা উচিত: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদমাধ্যমের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘ব্রেভ নিউ বাংলাদেশ: রিফর্ম রোড ম্যাপ ফর প্রেস ফ্রিডম’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “যেভাবে পার্লামেন্ট, বিচার বিভাগ বা নিরাপত্তা বাহিনীকে প্রশ্ন করা যায়, ঠিক সেভাবেই সংবাদমাধ্যমকেও প্রশ্ন করার সুযোগ থাকা উচিত।”

আলোচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যম খাতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সংস্কারের সুপারিশ তুলে ধরেন।

মাহফুজ আলম বলেন, সরকার পরিবর্তনের পর কিছু সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাগুলো অস্বস্তিকর। “মূল অভিযোগ বাদ দিয়ে হত্যা মামলা করা হচ্ছে, যা আইনসঙ্গত কি না, তা দেখতে হবে।”

তিনি অভিযোগ করেন, ভুয়া সার্কুলেশন দেখিয়ে সরকারি বিজ্ঞাপনের অর্থ আত্মসাৎ করেছে কিছু গণমাধ্যম। “দেড় লাখ সার্কুলেশন দেখিয়ে ৯৫০ টাকা হারে বিজ্ঞাপন নেওয়া হয়েছে, অথচ প্রকৃত পাঠক হয়তো দুই হাজারও নয়,” বলেন তিনি। এসব অনিয়ম তদন্তে শিগগিরই একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠনের কথা জানান তিনি।

গত ১৫ বছরে গণমাধ্যম কীভাবে রাজনীতিকরণে জড়িয়েছে, তা নিরীক্ষণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ইউনেস্কোর প্রতিনিধি সুশান ভাইজ, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, এএফপির ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম এবং টাইমস মিডিয়া গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট