1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে DBF প্রতিযোগিতায় এএইউবি-র সাফল্য, বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্বিত পদচারণা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দেশের একমাত্র সরকারি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়—এএইউবি (AUB)—প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ডিজাইন/বিল্ড/ফ্লাই (DBF) প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। গত ১০–১৩ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ডিজাইন রিপোর্টে ১৮তম এবং সামগ্রিকভাবে ৩৬তম স্থান অর্জন করে তারা।

প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবন করে দুইটি ইউএভি (UAV), যা বাহ্যিক ও অভ্যন্তরীণ পে-লোড বহন এবং ইঞ্জিনবিহীন গ্লাইডার উৎক্ষেপণে সক্ষম। প্রতিযোগিতার আগে সফলভাবে ২১টি প্রশিক্ষণ মিশন সম্পন্ন করা হয়।

এই অর্জন উদ্‌যাপন করতে ৬ মে ঢাকা ক্যাম্পাসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার। তিনি বলেন, “এটি আমাদের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ। সঠিক সহায়তা পেলে আমাদের তরুণরা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে।”

টিম লিডার গ্রুপ ক্যাপ্টেন ড. সাইফুর রহমান বকাউল জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বড় সাফল্যের জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত রাখা জরুরি।

এএইউবি-র অন্যান্য সাফল্যের মধ্যে রয়েছে—কিউব স্যাট বেলুন উৎক্ষেপণ, কিবো রোবট প্রোগ্রামিং-এ দ্বিতীয় রানারআপ, এবং CanSat প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, বিমান বাহিনী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাইস চ্যান্সেলর রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট