1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: চিকিৎসার অজুহাতে রাতের ফ্লাইটে প্রস্থান

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

গতবছর জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর অবশেষে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাধারণ যাত্রীবেশে তিনি দেশ ত্যাগ করেন।

“তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন এবং নিরাপত্তার শঙ্কায় দেশে হাসপাতালে চিকিৎসা নেননি,” সূত্রটি জানায়। উন্নত চিকিৎসার জন্য গতকাল রাত ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এ সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে দেশ ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়।

এদিকে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “সকালে কর্মস্থলে এসে আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি জানতে পেরেছি। তিনি বিদেশ যাওয়ার কারণ হিসেবে চিকিৎসার অজুহাত দেখিয়েছেন।”

আবদুল হামিদের নামে মামলা থাকা সত্ত্বেও তাকে কেন যেতে দেওয়া হলো – এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, “মামলার বিষয়টি ইমিগ্রেশন বিভাগ অবগত ছিল। তবে তার বিদেশ সফরের বিষয়ে আদালত বা দুদকের কোনো নিষেধাজ্ঞা ছিল না। তাই তার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়নি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট