1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ইসি-সরকার সমন্বয়হীনতা ও প্রস্তুতির চ্যালেঞ্জ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) অতিআগ্রহ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ইসি সাংবিধানিকভাবে স্বাধীন হলেও সরকারের সহায়তা ছাড়া নির্বাচন আয়োজন কঠিন। ইসির বিভিন্ন সিদ্ধান্তে সরকার ও কমিশনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

সম্প্রতি ইশরাক হোসেনের গেজেট প্রকাশ নিয়ে এমন একটি দূরত্ব দেখা গেছে। আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইসি গেজেট প্রকাশ করায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এ বিষয়ে তাদের মতামত নেওয়া হলেও ইসি তা অপেক্ষা না করেই গেজেট প্রকাশ করেছে।

এদিকে, ইসি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে দ্রুত প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, ভোটকেন্দ্র স্থাপন ও সরঞ্জাম সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে চলছে। তবে কিছু ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ইসির প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট