ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামক হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। এ হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান মারসূস’। শনিবার (১০ মে) ভোরে এই অপারেশন শুরু হয়। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তান ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালিয়েছে। রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন। তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দেশটির সেনা মুখপাত্র।
অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর থেকে পশ্চিম – বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোনের উপস্থিতি দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুরে এমন একটি ড্রোন হামলায় কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে।
এর আগে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লে. জেনারেল আহমদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, “ভারত আমাদের পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, তারা এবার পাকিস্তানের জবাবের জন্য প্রস্তুত থাকুক।”