1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার প্রেসসচিবের বক্তব্য ও পুনর্মিলনী অনুষ্ঠান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। তিনি এ কথা বলেন শনিবার (১০ মে) যশোরের কেশবপুরে পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং রয়েছে, যেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে।

ভারতীয় মিডিয়ার সমালোচনা
প্রেসসচিব বলেন, “বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা আমাদের কিছু মিডিয়ার সম্প্রচার বন্ধ করেছে। কিন্তু আমরা দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস করি।”

স্বাধীন সাংবাদিকতার আহ্বান
কিছু মিডিয়া অতীতে মিথ্যা তথ্য দিয়ে স্বৈরাচারের টুলস হিসেবে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই আমাদের সাংবাদিকতা দায়িত্বশীল হোক। সামনে রাজনৈতিক পরিবর্তন আসবে, তাই এখনই নিজেদের অবস্থান শক্ত করুন।”

ভুয়া মামলা প্রসঙ্গে
তিনি বলেন, “আমরা কাউকে হয়রানি করতে বিশ্বাসী নই। আমাদের সরকার তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।”

পুনর্মিলনী আয়োজন
এর আগে, ‘এসো মিলি প্রাণের টানে, সম্প্রীতির বাঁধনে’ স্লোগানে বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী শুরু হয়। প্রেসসচিবসহ অতিথিদের লাল গালিচা সংবর্ধনা ও ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট