ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১২৪ জন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা ৫২,৮১০ জনে পৌঁছেছে।
শনিবার (১০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ২ হাজার ৭০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একই সময়ে ৭ হাজার ৪৩২ জন আহত হয়েছেন।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।