1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট (Doctor of Letters) সম্মাননা ডিগ্রি প্রদান করেছে। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত ৫ম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ অতিথি ও আয়োজকদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

  • বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এছাড়া উপস্থিত ছিলেন:

  • উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান

  • উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন

  • বিভিন্ন অনুষদের ডিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ

সমাবর্তনে অংশগ্রহণ
এবারের সমাবর্তনে ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ৯টি অনুষদের মোট ২২,৫৮৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি এবং ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

সম্মাননার গুরুত্ব
ডি-লিট ডিগ্রি প্রদান অনুষ্ঠানটি ছিল সমাবর্তনের অন্যতম প্রধান আকর্ষণ। ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য শিক্ষাগত ও সামাজিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট