1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ড: তিনজন গ্রেফতার, শোক দিবস ঘোষণা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এক জরুরি সভায় এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, সাম্যর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে দুপুর ১টা পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি-সংলগ্ন গেইট স্থায়ীভাবে বন্ধ রাখা।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট