1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

কাকরাইলে জবি শিক্ষার্থীদের বিক্ষোভে শিক্ষক–শিক্ষার্থীদের সংহতি, উপাচার্যও যোগ দিলেন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েক শ শিক্ষক ও শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে তাঁরা কাকরাইল মোড়ে এসে অবস্থান নেন। এতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ আরও বেগবান হয়।

বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে, দুপুরে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হওয়া প্রায় দুই শ শিক্ষার্থী বেলা দুইটার দিকে কাকরাইল মোড়ে এসে অবস্থান নেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া, হামলার অনুমতি দেওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনারের (এসি) বিচারের দাবিও জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট