1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা: রপ্তানিতে বড় বাধা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫

ভারত উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার (১৭ মে) ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।

নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এবং চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। এতদিন বাংলাদেশ যে পণ্য ভারতে রপ্তানি করত, তার ৯৩ শতাংশই এই বন্দরগুলো দিয়ে পাঠানো হতো। এখন থেকে শুধুমাত্র নহাভা শেভা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করেই এসব পণ্য ভারতে পাঠানো যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে, সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এ বিষয়ে ভারতের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একতরফাভাবে ভারতীয় বাজারে প্রবেশাধিকার পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই ধরনের সুবিধা দেয়নি।

প্রসঙ্গত, গত মার্চে চীনের বেইজিংয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে স্থলবেষ্টিত এবং সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে উল্লেখ করে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এবং এখন সর্বশেষ এই নিষেধাজ্ঞা জারি করলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট