1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:০২ অপরাহ্ন

সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেনের প্রতি রাজনৈতিক পরামর্শ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (পশ্চিমাঞ্চল) সারজিস আলম। সোমবার (১৯ মে) বিকেল ৪টার দিকে স্ট্যাটাসে তিনি ইশরাক হোসেনের রাজনৈতিক অবস্থান ও নেতৃত্বের বিষয়ে মন্তব্য করেন।


সারজিস লেখেন, “ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন, সেদিন থেকে তাকে রাজনীতিবিদ হিসেবে চিনি।” তিনি আরও জানান, “গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিএনপির অন্যান্য নেতাদের মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি। বিভিন্ন ক্ষেত্রে তিনি অকপটে সত্য মেনে নিয়েছেন, এমনকি সেটা দলের বক্তব্যের সঙ্গে না মিললেও।”


সারজিস তার পোস্টে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের বৈধতা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “বিএনপি বহুবার বলেছে যে বিগত ৩টা জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলো একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? তাহলে তো সেই নির্বাচনকে বৈধতা দিয়ে দিচ্ছি।”


সারজিস আরও লেখেন, “মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করে অবৈধ নির্বাচনের বৈধতা প্রদান করা ইশরাক ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে।” তিনি ইশরাকের জনপ্রিয়তা ও নেতৃত্বের প্রশংসা করলেও মনে করিয়ে দেন, সাময়িক সুবিধার আশায় অনৈতিকতার পথে হাঁটা একজন আপোষহীন নেতার পরিচয়ের সাথে খাপ খায় না।


তিনি আরও বলেন, “ইশরাক ভাই যদি বিগত অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দিতে যান, তবে তা তার রাজনৈতিক শুদ্ধতার সাথে যায় না। এটি ঐতিহাসিক দায় তৈরি করবে, যা সারাজীবন বহন করতে হবে।”


তিনি ইশরাকের কর্মীদের সতর্ক করে দেন, “ব্যক্তিগত আক্রমণ, অপমান বা গালাগাল রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এটি পরোক্ষভাবে ইশরাক ভাইয়ের ওপর দায় চাপায়।”

পোস্টের শেষে সারজিস বলেন, “ক্ষমতার সাথে নীতির নেগোসিয়েশন সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না, ইশরাক ভাইয়ের মানায় না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট