1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

ডিসেম্বরে নির্বাচনের পক্ষে সেনাপ্রধান

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

বুধবার (২২ মে) ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে তিনি নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানান, “নির্বাচন নিয়ে আমার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে জনগণের নির্বাচিত প্রতিনিধি। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কর্মকাণ্ডে জড়াবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে।”

অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের সঙ্গে মানবিক করিডর, বন্দর পরিচালনা, সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর গঠনের প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে একটি নির্বাচিত সরকারের পক্ষ থেকে এবং তা হতে হবে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে। জাতীয় স্বার্থ রক্ষা করেই যা কিছু করার, সেটিই হবে সঠিক পথ। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এমন কোনো সিদ্ধান্ত হওয়া উচিত নয়।”

‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ জনতার সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আরও কঠোর অবস্থান নিচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে সহিংসতা আর সহ্য করা হবে না।”

সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, “কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে—এসব বিষয়ে আমার কিছু জানা নেই। আমার সঙ্গে এ বিষয়ে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।”

সামনে ঈদুল আজহা উপলক্ষে তিনি বলেন, মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারে, সে বিষয়ে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট