1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া সংবাদ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫

ঢাকা, ২৩ মে ২০২৫:
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে—এমন ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ প্রকাশ করেছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।

আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে সকলকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, “বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”

সেনাবাহিনী জাল ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট